
মোঃ লিটন হোসেন আকাশ ॥দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।
১৫ ই ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশে বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখছেন প্রধান অতিথি দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ঢাকা’র ববস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার, প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যাপক আনোয়ারু কাদের জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রকমান (দুলাল), বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পাঁচকুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতলুবুল মামুন, শহিদ জমিরউদ্দিন গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হামিদ, শংকরপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, মহারাজা গিরিজনাত উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মাসুদ আলমসহ অত্রবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
বক্তব্য শেষে বাষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।