
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলার বিএডিসি (বীজ বিপনন) এর উপ-পরিচালক মোঃ মজাহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং বীজ ডিলারদের মাধ্যমে সুষ্ঠু বন্ঠনের কারণে করোনা কালীন সময়ও কৃষকরা সরকারি দামে বীজ পেয়ে বাম্পার আবাদ করেছে।
২৭ জানুয়ারী বুধবার দিনাজপুর শহরের সুইহারীস্থ বিএডিসি’র উপ-পরিচালক কার্যালয়ের গিয়ে জানা যায়, বৃহত্তর দিনাজপুর জেলায় বীজ বিপননের আওতায় ৬১৩ জন বীজ ডিলার রয়েছে। উপ-পরিচালক মোঃ মজাহারুল ইসলাম যোগদানের পর থেকে এবং তার সার্বিক তত্ত্বাবধানে ডিলারেরা সরকারি মূল্যে কৃষকদের নিকট বীজ বিক্রয় করছে। ফলে ভেজাল বীজ বাজার থেকে উধাও হয়েছে এবং কৃষকরা অধিক ফসল আবাদে নতুন রেকোর্ড গড়ে তুলেছে। উপ-পরিচালক মজাহারুল ইসলামের সুষ্ঠু তদারকির কারণে বীজ ডিলারেরা এক জেলা হতে অন্য জেলায় বীজ কালো বাজারে বিক্রি করতে পারেনি। ফলে বৃহত্তর দিনাজপুর জেলায় বীজ সংকট দেখা যায়নি। যার ফলে করোনা কালীন সময়কে উপেক্ষা করে গম, ভুট্টা, আলু, বরো ধান ও ডাল আবাদে পূর্বের সকল রেকোর্ড ভঙ্গ করেছে কৃষকেরা। বীজ ডিলার সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, বর্তমান উপ-পরিচালকের সার্বিক তত্ত্বাবধায়নে আমরা যে বীজ কৃষকদের মাঝে সরবরাহ করেছি তাতে কৃষকেরা যথেষ্ট লাভবান হয়েছে। কৃষকরা উপ-পরিচালকের প্রশংসা করে বলেন, এবার বৃহত্তর দিনাজপুর জেলায় বিএডিসি কর্তৃক প্রাপ্ত সরকারি মূল্যে বীজের কোন সংকট দেখা যায় নি।