
ঠাকুরগাঁও প্রতিনিধি : সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে কলম বিরতি পালন করেছে গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার (২ মার্চ) ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটুসহ জেলার সংবাদকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু সংবাদকর্মীদের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে কোণঠাসা অবস্থায় রাখা হয়েছে। তবুও সাহসী সংবাদকর্মীরা দেশ ও দশের কথাগুলো তুলে ধরছে। আর তা করতে গিয়ে নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানীর শিকার হচ্ছে। যা কাম্য নয়। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন, নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা ও হয়রানী বন্ধের দাবি করেন।
কলম বিরতি চলাকালে নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিকসহ রাজনৈতিক, জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশের জন্য কর্মসূচিতে উপস্থিত হন।