
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ২৩ ফেব্রুয়ারি’২০২১ মঙ্গলবার বিকেল ৩টায় দিনাজপুর সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আয়োজনে এবং “মুজিব শতবর্ষ” উপলক্ষে কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণ জনসচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কনফারেন্স রুমে কোভিড-১৯ মোকাবেলায় “আমি টিকা নিয়েছি, সুস্থ আছি কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উক্ত আলোচনা সভায় দিনাজপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১১ আনসার ব্যাটালিয়ন হিলি হাকিমপুর এর পরিচালক ও দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মজিদ। আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্ত্য রাখেন সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মর্জিনা বেগম ও পলাশ মিয়া এবং ১০০ জন বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি’র সদস্য-সদস্যাগণের প্রতিনিধিবৃন্দ।