কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২১ জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে এনসিসি ব্যাংক লিঃ এর উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনসিসি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে প্রধান অতিথি সিনিয়র এক্সিকিউটিভ ঢাকা বনানী শাখা ম্যানেজার ও দিনাজপুরের সন্তান মোঃ জাকির আনাম শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় এনসিসি ব্যাংক লিঃ দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার মোঃ আহাসান উল্লাহ চৌধুরী ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক লিঃ এর পক্ষ থেকে সিনিয়র এক্সিকিউটিভ ঢাকা বনানী শাখা ম্যানেজার ও দিনাজপুরের সন্তান মোঃ জাকির আনাম বলেন, এনসিসি ব্যাংক প্রতি বছর আর্ত-মানবতার কল্যাণে শীতার্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এবারও দিনাজপুরের বিশাল শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ কর্মসূচী পালন করছে।
দিনাজপুরে এনসিসি ব্যাংক লিঃ এর পক্ষে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
Please follow and like us: