
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল।
জেলা প্রশাসক মীর খায়রুল আলম -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার ১৩ উপজেলা পরিষদসহ জেলা পুলিশ, নির্বাচন অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান স্টল স্থাপন করেছে।