
মোঃ ইউসুফ আলী ॥ দিনাজপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ৩ বছর মেয়াদী (২০২০ হতে ২০২৩) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন। ২০ নভেম্বর শুক্রবার দিনাজপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য থাকায় বিকেল ৩ ঘটিকার মধ্যে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং প্রত্যেক পদের প্রতিদ্বন্দ্বি না থাকায়, বৈধ প্রার্থী তালিকা এবং নির্বাচনের আবশ্যকতা না থাকায় ও ভোটাভোটির আবশ্যকতা না থাকায় নিম্নলিখিত প্রার্থীগণকে বৈধ প্রার্থী এবং নির্বাচিত ঘোষনা করেন দিনাজপুর বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ মেহেরুল ইসলাম। নির্বাচিত প্রার্থীরা হলেন, সভাপতি ডা. মোঃ গোলাম মোস্তফা, সহ-সভাপতি ডা. ইমার উদ্দীন কায়েস, আলহাজ্ব প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এবিএম লাবিবুল ইসলাম লাবু, মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মালেক, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক সাগর চন্দ্র রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নিজাম উদ্দীন আহমেদ রয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী জগদিশ চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক মোঃ মাজেদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মঞ্জুর হাবীব তুষার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মকবুল হোসেন, নির্বাহী সদস্য ড. মোঃ আব্দুল লতিফ, মোঃ রুহুল আমিন, মোঃ আজাহার আলী, সুভাষ চন্দ্র বর্মন, মোঃ তোফিকুল আলম চৌধুরী, মোঃ আমিনুল হক ও মোঃ জাকির হোসেন। নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ মেহেরুল ইসলাম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।