
মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের হলরুমে জনপ্রশাসন মন্ত্রণালয়, জেলা প্রশাসন দিনাজপুর এর অর্থায়নে এবং প্রতিবন্ধী বিদ্যালয় ও পুর্ণবাসন সংস্থা(পিবিপিএস),দিনাজপুরের বাস্তবায়নে“প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থাপন এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচী’র আওতায় ৩০জন প্রতিবন্ধী পরিবারের সদস্যদের নিয়ে সেলাই সংক্রান্ত ১দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০জন প্রতিবন্ধী পরিবারের সদস্যদের নিয়ে সেলাই সংক্রান্ত ১দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ২নং সুন্দরবন ইউপি চেয়ারম্যান অশোক কুমার রায়। অনুষ্ঠানে প্রতিবন্ধী বিদ্যালয় ও পুর্ণবাসন সংস্থা(পিবিপিএস), দিনাজপুরের সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জান্নাতুস সাফা শাহীনুর ২নং সুন্দরবন ইউপি সদস্য মোঃ রফিকুল আলম, ইউপি সদস্য মোঃ ফজলুর রহমান, ইউপি সদস্য মোঃ হমিদুর রহমান, ইউপি সদস্য মোঃ জহিদুল, ইউপি সদস্য বিকাশ রায়, ইউপি সদস্য মতিউর রহমান, ইউপি সদস্য আমেনা, প্রশিক্ষক জুলেখা আক্তার প্রমূখ। সেলাই সংক্রান্ত ১দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রতিবন্ধী বিদ্যালয় ও পুর্ণবাসন সংস্থা(পিবিপিএস), দিনাজপুরের সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ তার বক্তব্যে বলেন, করোনাভাইরাস জনিত কারনে এই প্রশিক্ষণ বেশি সময় নিয়ে করা সম্ভব হয়নি। পরবর্তীতে সময় ও সুযোগ নিয়ে আরও প্রশিক্ষণ দেওয়া যাবে। এই ৩০জন প্রতিবন্ধী অভিভাবকে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।