
মোসাদ্দেক হোসেন : দিনাজপুর সদরের উলিপুরে সাম্প্রতিক বজ্রপাতে একজন নিহত হয়। বেশ কয়েক বছরে একই এলাকায় বেশ কয়েক জন বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। পুনর্ভবা নদী অববাহিকায় পলি অঞ্চলের উলিপুর গ্রামের বিস্তৃর্ণ ফাঁকা স্থানগুলোতে কয়েক শত তাল বীজ বোপন করা হয়।
বাংলাদেশ সবুজ সংরক্ষণ সমিতির উদ্যোগে আমার সংগঠন “আলোর পথে জাগো দিনাজপুর” এর বাস্তবায়নে এই উদ্যোগটি সফল করা হয়।
বাংলাদেশ সবুজ সংরক্ষণ সমিতির আহবায়ক মুকিদ হায়দার শিপন সহ আলোর পথে জাগো দিনাজপুরের সদস্যবৃন্দ উপস্থিত ছিল।
এসময় সংগঠনের সমন্বয়ক হিসেবে তাল বীজ বোপন কার্য ক্রমে আমিও অংশগ্রহণ করি। স্থানীয় এলাকাবাসী ও কৃষকদের মাঝে “বজ্রপাত এবং আমাদের করণীয়” বিষয়ে সচেতনতায় তাদের বিভিন্ন তথ্য ও ডকুমেন্টরি ক্লিপ প্রদর্শন করা হয়। এ সময় কৃষকেরা স্ব-প্রণোদিত হয়ে বীজ বোপন কার্যক্রমে অংশগ্রহণ করে।