
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥॥ আজ ৪মার্চ বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে হিফজুুল কোরআন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে কোরআন প্রতিযোগিতা ২০২১ অুনষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি হযরত মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এ অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে বিশিষে অতিথি ছিলেন কাপড় হাটি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা মোঃ ওবায়দুর রহমান।