
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নেই চলতি ২০২০-২০২১ রবি মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে ১০১০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষকরা চাষ করেছে ৯৫০ হেক্টর জমি। যা সরকারী হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হেক্টর কম। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ আলা-উদ্দীন শেখ জানান, সময়মত সার, বীজ সরবরাহ এবং আবহাওয়া ভাল থাকার কারণে এ মৌসুমে সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এ মৌসুমে কৃষকরা আশানুরুপ অধিক ফসল ঘরে তুলতে পারবেন। কি কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি? এমন প্রশ্নের জবাবে কৃষি অফিসার মোঃ আলা-উদ্দীন শেখ বলেন, কিছু কৃষক দেরীতে চাষাবাদ শুরু করায় সরকারী তালিকায় তাদের নাম অন্তরভুক্ত করা সম্ভব হয়নি, যে কারণে মাঠে ফসল থাকা সত্বেও সরকারী হিসেব অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। নভেম্বর পর্যন্ত যে সকল কৃষক সরিষা চাষ করেছে তাদের নাম সরকারী তালিকায় অন্তরভুক্ত করা হয়েছে।