
রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ওই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যপাড়া সড়কের খাগড়াবন্ধ এলাকা ও বদরগঞ্জ-রংপুর সড়কের পাকারমাথা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বদরগঞ্জ পৌর এলাকার জামুবাড়ি ডাক্তারপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে লাবু, পকিহানা গ্রামের আজম আলীর ছেলে মাসুম ও রামনাথপুর ইউনিয়নের পাঁচতেপথী গ্রামের শাহাজাদা মিয়ার ছেলে নয়ন মিয়া।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, খাগড়াবন্ধ এলাকায় কয়লাবোঝাই একটি ট্রাক তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই লাবু ও মাসুম নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওসমানপুরের গ্রামের রমজান আলীর ছেলে মামুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পরস্পরের বন্ধু।
ওসি আরো জানান, অপরদিকে বদরগঞ্জ-রংপুর সড়কের পাকারমাথা এলাকায় ইটবোঝাই একটি পাওয়ার টিলারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নয়ন মিয়া নিহত হন।