শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিবির উদ্যোগে পার্বতীপুরের চিড়াকুটা গ্রামে আদিবাসীদের মাঝে হরিকেন বিতরণ

জিন্নাত হোসেন : ৪ ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, সিপিবি দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে পার্বতীপুর উপজেলার হাবিবপুর চিড়াকুটা গ্রামে আদিবাসীদের উপর ব্যাপক হামলা, ভংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রন্থ ৫৪টি পরিবারকে ৫৪টি হারিকেন বিতরণ করেন জেলা সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন, সাধারণ সম্পাদক এ্যাডঃ মেহেরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, সদর উপজেলা নেতা ইকবাল হাসান সিদ্দিকী, ছাত্র নেতা ফিরোজ সরকার ও নির্মাল চন্দ্র রায়।

ত্রাণ বিতরণ শেষে অদিবাসীদের সাথে আলোচনা সভায় জেলা সভাপতি মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন যে, ক্ষয় ক্ষতির ব্যাপকতার মাত্রা অনুযায়ী সরকারী ত্রাণ পর্যাপ্ত নয়। তিনি অবিলম্বে ত্রাণ তৎপরতা জরদার করার দাবী জানান। আদিবাসীদের ব্যাপকভাবে লুটপাট হয়ে যাওয়া গরু-ছাগল, ধান, চাউল, টাকা, টিন খুব অল্প পরিমাণ পুলিশ উদ্ধার করতে পেরেছে। আদিবাসীদের উপর হামলা, ব্যাপক ভংচুর, লুটপাট, অগ্নিসংযোগের দায়ের করা মামলায় খুব কম সংখ্যক আসামী ধরা পড়েছে। তিনি অবিলম্বে সকল আসামীকে গ্রেফতার করার ও নিরাপত্তা জোরদার করার জোর দাবী জানান।

Spread the love