
এম.আর. মিজান ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও আসন্ন দিনাজপুর পৌর নির্বাচনে জাপা মনোনীত মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেল বলেছেন, ৬৮ হাজার গ্রাম বাংলার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ ছিলেন উন্নয়নের প্রতিচ্ছবি। তিনি দেশের এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত উন্নয়ন করেছেন। তার দল জাতীয় পার্টি উন্নয়নের ধারায় বিশ্বাসী। জাতীয় পার্টি যখন যেখানে সুযোগ পেয়েছে উন্নয়ন করেছে। দিনাজপুর পৌরসভার মত একটি প্রাচীন পৌরসভা’র যে ভগ্নদশা, তাতে জাতীয় পার্টি’র প্রার্থী মেয়র হওয়া একান্ত জরুরী। অতিতে যাই হোক, এবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমাকে একটিবার মেয়র নির্বাচিত করে দিনাজপুর পৌরবাসীর সেবা করার সুযোগ দিন। দেখুন উন্নয়ন হয় কি না। নাহলে পরবর্তী নির্বাচনে আর ভোট দেবেন না। আমি কথা দিচ্ছি- মেয়র নির্বাচিত হলে দিনাজপুর পৌরসভার কোন রাস্তা ভাঙ্গা থাকবে না। পৌর এলাকায় কোন রাস্তা রাতের বেলা অন্ধকার থাকবে না। ময়লা আবর্জনামুক্ত একটি পরিস্কার পৌরসভা আপনাদের উপহার দিব। তাই আমাকে ভোট দিয়ে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন। ২ ডিসেম্বর বুধবার শহরের সুইহারী ড্রাইভারপাড়া এলাকায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় নারী নেত্রী শিল্পী আহম্মেদের সভাপতিত্বে ও সারোয়ার আহম্মেদ নবাবের সঞ্চালনায় এতে আরও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর তৌহিদুল ইসলাম স্বপন, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আনিসুজ্জামান মিলন, জাপা নেতা আসাদুজ্জামান জাদু, মাজহারুল ইসলাম, শামসুল হক, এম মোর্শেদ খান প্রমুখ। পরে আহমেদ শফি রুবেল ওই এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে গণসংযোগ করেন।