
রমেন বসাক : দিনাজপুরের হাকিমপুরে মঙ্গলবার রাতে থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে দু’টি চোলাই মদের কারখানার মালিকসহ ৫০ লিটার মদ উদ্ধার করেছে। এবং এ অভিযোগ চারজনকে আটক করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, চন্ডিপুর আদিবাসী পাড়ায় শ্যামল মূর্মূ ও হিরা লাল মূর্মূ চোলাই মদ তৈরি করে বিক্রয় করার অভিযোগে তাদের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলের বাড়ী থেকে ৩টি প্লাস্টিকের জারিকিনে ৩০ লিটার ও হিরা লালের বাড়ী থেকে ২টি প্লাস্টিকের জারকিনে ২০ লিটার চোলাই মদ ও ভারতীয় নিষিদ্ধ হুসইকি নামক দুই বোতল মদ উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। সে সময় তাদের বাড়ী থেকে চোলাই মদ তৈরির কারখানার সরঞ্জামও উদ্ধার করা হয়। এবং এ অভিযানে হীরা লালের বাড়ী থেকে শাহিন ও সিরাজুল ইসলাম নামক দুু’মাদক সেবীকেও আটক করা হয়।