
মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ॥ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি ভার্চুয়ালি পদ্ধতিতে বলেছেন, সারাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে নিজের জীবনবাজি রেখে কাজ করে গেছেন। তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বঞ্চিত বাঙ্গালীর হৃদয়ে জাতীয় আবেগের সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানতে হবে। ৭ মার্চ রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ পূর্বক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে বিকেল ৩টায় চিরিরবন্দর থানা চত্তরে থানার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।