শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অটো রিকশার চাপায় রাবি শিক্ষার্থী নিহত : আহত ১

sabrina jahan_sociology.সাব্বির হোসেন অনিক (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক) ঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সমানে আজ সকালে অটোরিকশার চাপায় এক
ছাত্রী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত সাবরিনা জাহান বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের
ছাত্রী ছিলেন। তার বাড়ি বগুড়ার কাহালুতে।
অপর আহত সুমী আক্তার চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। তারা
দুজনেই বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, শুক্রবার
বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই দুর্ঘটনা ঘটে।
আজ সকালে হল থেকে রিকশায় করে আরেক বান্ধবীকে সঙ্গে বিনোদপুরের দিকে
যাচ্ছিলেন সাবরিনা ও সুমি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
ঢাকা-রাজশাহী মহাসড়কের মাঝ অবস্থায় রিকশাটির লোহার এঙ্গেল ভেঙ্গে গেলে
তিন জন-ই রাস্তায় ছিটকে পড়েন।
এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা সাবরিনার মাথা ও সুমির
শরীরে চাপা দিয়ে পালিয়ে যায়। তবে আরেক শিক্ষার্থী অক্ষত থাকেন।
আহত অবস্থায় স্থানীয়রা সাবরিনা ও সুমীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা সাবরিনাকে মৃত ঘোষণা
করেন।
সুমির অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানান ওসি।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, “সাবরিনার লাশ
হাসপাতালেই আছে। সুমীর অবস্থাও ভাল নয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তারিকুল হাসান জানান, নিহত শিক্ষার্থী
সাবরিনা লাশ হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ে আনার পর পরিবার কাছে পাঠানোর
ব্যবস্থা করা হবে।
এদিকে দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনা জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,
উপ-উপাচার্যসহ বিভাগের শিক্ষক ও সহপাঠীরা সাবরিনা ও সুমিকে দেখতে
হাসপাতালে ছুটে যান। প্রিয় সহপাঠীর পড়ে থাকা নিথর দেহ দেখে আবেগে কেঁদে
ওঠেন অনেকই। হলে ও ক্যাম্পাসে দুর্ঘটনার খবর ছড়ালে শিক্ষক-শিক্ষার্থীদের
মাঝে নেমে আসে শোকের ছায়া।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, অটো রিকশার চালককে আটক করতে পুলিশি তৎপরতা চলছে।

Spread the love