শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনলাইনে আসছে ‘ঢাকা অ্যাটাক’

অনলাইনে আসছে দীপঙ্কর দীপন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। ২০১৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার পর ছবিটি সিনেমা হলে ঝড় তোলে। দেশজুড়ে দারুণ সাড়া ফেলার পরে বিদেশের সিনেমা হলেও দাপট দেখিয়েছে অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই ছবিটি। মুক্তির সময় অনলাইনে ছবিটির পাইরেসি ঠেকাতে দেখা গিয়েছিলো ছবি সংশ্লিষ্টদের নানা তৎপরতা।

তবে এবার বহু প্রতিক্ষার পর সিনেমাটি মুক্তি পাচ্ছে অনলাইনে। অনলাইন ভিডিও প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ আসছে ‘ঢাকা অ্যাটাক’।

এ সম্পর্কে নির্মাতা দীপঙ্কর দীপন জানান, আগামী ১২ আগস্ট ছবিটি অনলাইনে মুক্তি দেয়া হবে। এতে দর্শক ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন ফ্রি।

দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।

স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেডের যৌথ প্রযোজনায় পুলিশি-অ্যাকশন-থ্রিলার ধাঁচের এই ছবিটি ভিন্ন মাত্রা যোগ করেছে ঢাকাই সিনেমায়।

ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল। বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।

Spread the love