শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়মের প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, সিটি এলাকার রাস্তাঘাট, ড্রেনসহ সাবেক মেয়রের আমলে যত উন্নয়ন কাজ হয়েছে তার বেশিরভাগই দায়সারাভাবে করা হয়েছে। কোটি কোটি টাকার কাজের গুণগত মান ঠিক হয়নি। কাজে নানা অনিয়ম আর দুর্নীতি করা হয়েছে। এসব খতিয়ে দেখতে আমি প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি। অনিয়ম ও নিম্ন্মানের কারণে এরই মধ্যে বেশ কয়েকটি কাজ বন্ধ করে দিয়েছি। শুক্রবার রংপুরের মাহিগঞ্জ প্রেসক্লাবের ২৮ বছর পুর্তি উপলক্ষ্যে ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আমি অনিয়ম করব না করতে দিব না। সিটি করপোরেশনে কারো বিরুদ্ধে অনিয়মের প্রমান পাওয়া গেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের অনিয়ম দুর্নীতি অসঙ্গতি এবং উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোর খবর বেশি বেশি করে তুলে ধরেন। তা হলে দেশ ও সমাজ উপকৃত হবে। মেয়র বলেন, জনগনের ভালবাসায় আজ আমি মেয়র হয়েছি। তারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন তা যেন আমি পুরণ করতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি এলাকার ৩৩টি ওয়ার্ডে আমার সমান দৃষ্টি থাকবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোতে বাড়তি নজরদারি করা হবে। মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাসেম আলী, ভাষা সৈনিক মীর আনিছুল হক চৌধুরি, সিটি কাউন্সিলর মোক্তার হোসেন, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু, আমতলা বিদ্যাপিঠের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাবেক চেম্বার সভাপতি আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন, আলমগীর হোসেন চৌধুরি, রামকৃষ্ণ সোমানী, রহিম পাঠান, সাংবাদিক মকবুল হোসেন দুলাল প্রমুখ। এরআগে মেয়রকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মাহিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকেও মেয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাহিগঞ্জ প্রেসক্লাবের ২৮ বছর পুর্তিতে কেক কাটেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সভার শুরুতেই লেখক মোনালিসা রহমান তার লেখা বই মেয়লকে উপহার দেন।

Spread the love