বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অনেক বড় হতে চায় বোদায় ভ্যানচালকের ছেলে যামিনি

Panchবোদা উপজেলার ১নং ঝলইশালশিরি ইউনিয়নের মোহনঝাড় গ্রামের ভ্যান চালক কনদেব বর্মন এর ছেলে যামিনি বর্মন এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। যামিনি রায় প্রত্যন্ত গ্রাম চুচুলী বটতলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র। যামিনি বর্মন জিপিএ-৫ পেয়ে বেশ খুশি। সে পড়াশুনা করে অনেক বড় হতে চায়। ভ্যান চালক বাবার সংসারের দুঃখ কষ্ট দুর করতে চায়। যামিনির ইচ্ছা একটি ভাল কলেজে পড়াশুনা করার। কিন্তু আর্থিক দুরবস্থার জন্য সে ভালো কলেজে ভর্তি হতে পারছেনা।
এ ব্যাপারে কথা হয় যামিনির বাবা কনদেব বর্মনের সাথে, তিনি বলেন, আমি গরীব মানুষ, আমার বসতবাড়ি ছাড়া কোন জমি জমা নেই। ৮ শতক জমিতে ঘরবাড়ি তুলে ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করছি। ভ্যান চালিয়ে সারাদিন যা আয় হয় তা দিয়ে কোন মত সংসার চলে। ছেলেকে ভাল কলেজে পড়াশুনা করাব কি করে। ছেলেটি আমার খুবই মেধাবী। স্কুলের স্যার গুলো আমার ছেলেকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। বিনা পয়সায় কোচিং করিয়েছে। ঠিক মত পড়াশুনা করতে বলেছে। তাইতো সে জিপিএ-৫ পেয়েছে। যামিনির বাবা আশা প্রকাশ করে বলেন, আমার ছেলে পাশে যদি সমাজের কোন সৎ হৃদয় বান ব্যক্তি এগিয়ে এসে পড়াশুনার ব্যয়ভার বহন করতে। তাহলে আমার ছেলে পড়াশুনা করে বড় হয়ে তার পরিবার সহ দেশ ও জাতির কল্যাণে কাজ করতো।

Spread the love