শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রয়োজনীয় কথা

জাকিয়া তাবাস্সুম জুঁই

এতো সুখে-তবু কেন দীর্ঘ শ্বাস

আরতো কোন চাওয়া ছিলনা

তবে কি চায়-এ মন !

এত কাছে, তুব কেন দূর

এতো পাশে, তবু কেন আড়াল

তুমিও কি তাই-অনুভব কর ?

অবান্তর সব প্রশ্ন-

অপ্রয়োজনীয় কথার ভীর,

তার চেয়ে বলো-

তুমি কেমন ছিল-কাল রাতে !

আমি কেমন ছিলাম, তা শুনবে ?

কাল সারা রাত-তুমি হেঁটেছো আমার পাশে

আমার হাত ধরে-তুমি আমার কাছে কাছে

ছোট শিশুর মত- একমুহুর্তও ছাড়নি !

কত কথা, গল্প-কত হাসি

আরো, অনেক-অনেক কিছু !

আচ্ছা অনেক হলো- তুমি বলো

কাল রাতে-তুমি কোথায় ছিলে !

Spread the love