শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে বেতন ঈদ বোনাস পেলেন শিক্ষক কর্মচারীরা

মোঃ রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউপি’র বাতাসন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অবশেষে তাদের বেতন ঈদ বোনাস আদালতের নির্দেশনায় উত্তোলন করেছেন ১৪জুন বৃহস্পতিবার প্রধান শিক্ষক ছাড়া অন্যান্য শিক্ষক কর্মচারীরা তাদের বেতন ঈদ বোনাস তুলেছেন। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান,প্রধান শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে আদালতে মামলা থাকায় আদালতের নির্দেশনায় আমরা বেতন বোনাস উত্তোলন করেছি। প্রসঙ্গত, প্রধান শিক্ষক নিয়োগ কে কেন্দ্র করে ম্যানেজিং কমিটি ও সভাপতি দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ালে গত ফেব্রুয়ারী মাস থেকে সরকারী বেতন ভাতা বন্ধ থাকে স্কুলটির। এতে শিক্ষক কর্মচারীরা মানবেতর দিন যাপন করতে থাকেন। এমতাবস্থায় বাদীপক্ষ মামলা চলাকালীন সময়ে ২ ও ৭ নং বিবাদীর সমন্বয়ে বেতন বিল প্রস্তুতের আদেশ দানের আবেদন করলে,বিজ্ঞ সহকারী জজ আদালত বিল প্রস্তুত ও ২ নং বিবাদী সহকারী প্রধান শিক্ষক মোহাম¥দ আলী ও ৭ নং বিবাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর যৌথ স্বাক্ষরে বিল উত্তোলনের আদেশ দিলে স্কুলের শিক্ষক কর্মচারীরা তিন মাসের বকেয়া বেতন উত্তোলন করেন, কিন্তু আদালতে মামলা থাকার পরেও মে মাসের এমপিও তে অভিযুক্ত প্রধান শিক্ষক এমপিও ভুক্ত হওয়ায়, শিক্ষা অফিসার আহসান হাবিব মে মাসের বেতন বিলে স্বাক্ষরে অপারগতা জানায়, ফলে ঐ স্কুলের ১৫ জন শিক্ষক কর্মচারীর বেতন ঈদ বোনাস উত্তোলন করতে পারেনি, ১১ জুন বাদী পক্ষ পুনরায় আদালতের নির্দেশনা চাইলে, আদালত পূর্ব আদেশ বহাল রাথেন। প্রধান শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮-২-২০১৮ ইং তারিখে দিনাজপুরের সহকারী জজ আদালতে স্কুল ম্যানেজিং কমিটির ৬ জন ও ৫ জন পরীক্ষার্থী বাদী হয়ে দায়ের করা মামলাটি বিচারাধীন আছে।

Spread the love