বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সাথে নাটাবের যক্ষ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ঠাকুরগাঁও জেলা আয়োজিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে সমিতির কার্যালয় যক্ষ্মা রোগ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের আরএমও ডাঃ সুব্রত সেন। স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও নাটাব সদস্য মোঃ শামসুজ্জোহা। যক্ষ্মা রোগ প্রতিরোধে বিভিন্ন দিক তুলে নাটাব কেন্দ্রীয় কার্যালয় হতে আগত রংপুর বিভাগের আঞ্চলিক প্রতিনিধি কাওসার উদ্দীন আহম্মেদ বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মুহাঃ জালাল উদ্দীন, খন্দকার মোঃ মোজাম্মেল হক, মোঃ জাফরুল্লাহ। প্রধান অতিথি রংপুর বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম বলেন যক্ষ্মা একটি নিরব ঘাতক ব্যাধি। এই রোগ নিরাময় যোগ্য না হলেও নিয়ন্ত্রণ যোগ্য। পূর্ণ মেয়াদে চিকিৎসা করলে এ রোগ নিয়ন্ত্রণ থাকে। যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়তে হলে যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Spread the love