শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবাঞ্চিত ঘোষণার অধিকার কে দিয়েছে?

অবাঞ্চিত ঘোষণার ক্ষমতা কে দিয়েছে জানতে চেয়ে সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. হোসেন বলেন, ‘বাঙ্গালী জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি আর করবেও না। খুন, গুম, গুলি, কামান ও ট্যাংক চালিয়েও অন্যায়কে মেনে নিতে বাধ্য করা যাবে না।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আয়োজিত কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র সমাজ ও তরুণ সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ ব্যাপারে কথা বলেন।

হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ‘তোমরা ঐক্যবদ্ধ থাকলে দেশে আইনের আদায় করা যাবে, বিচার বিভাগের স্বাধীনাতা পুনরুদ্ধার করা যাবে।

ড. হোসেন বলেন, ‘বাঙ্গালী জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি আর করবেও না। খুন, গুম, গুলি, কামান ও ট্যাংক চালিয়েও অন্যায়কে মেনে নিতে বাধ্য করা যাবে না।’

সংগঠনের সভাপতি আজম রুপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাসদ সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘যারা এখন ক্ষমতায় আছ্নে তারা ইয়াহিয়া ও আইয়ুবের অনুসারী। ৫ জানুয়ারির নির্বাচনে ভোট চুরি না করলে বর্তমানে সংসদের স্পিকার সিপিএর সভাপতি নির্বাচিত হতেন না।’

একই সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের দুই দলের প্রতি কারও প্রত্যাশা নেই। তাদের যে কেউ ক্ষমতায় গেলেই হল দখল করবে, টেন্ডারবাজি করবে। তারা তরুণ সমাজের মধ্য থেকে কোনো নেতাকে উঠতে দেবে না বলেই ডাকসুর নির্বাচন দেয় না।’

এজন্য তিনি এ দুই দলকে বাদ দিয়ে নতুন কোনো সংগঠন করার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ডাকসুর ভিপি ও ছাত্রলীগ সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী ও আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ।

Spread the love