বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অভিবাসী শিশুদের নিয়ে ট্রাম্পের নীতিতে মেলানিয়ার উদ্বেগ

বামী ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, পরিবার থেকে শিশুদের আলাদা করে দেয়াকে আমি ঘৃণা করি। দরকার হলে এই আইনের পরিবর্তন করা হোক।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই আইন আমেরিকায় অবৈধ প্রবেশকারীদের তাদের সন্তান থেকে বিচ্ছিন্ন করবে।

অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প এরই মধ্যে ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করেছেন।সাবেক ফাস্ট লেডি লরা বুশও ট্রাম্পের এই আইনকে অনৈতিক বলে মন্তব্য করেছেন।

গত ছয় সপ্তাহে এই আইনের আওতায় অন্তত দুই হাজার মানুুষকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রাপ্ত বয়স্ক যারা আশ্রয়ের আশায় মার্কিন সীমান্ত পার হবার চেষ্টা করেছিলেন; তাদেরকে অনেককেই কারাগারে রাখা হয়েছে। এ কারণে বহু শিশুই এখন তাদের বাবা-মা থেকে আলাদা থাকতে বাধ্য হচ্ছেন।

Spread the love