শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই সংগ্রাম করে গেছেন জাসদের নেতা এ্যাড. তৈমুর রহমান

কাশী কুমার,স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই সংগ্রাম করে গেছেন জাসদের নেতা এ্যাড. তৈমুর রহমান।
১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব এম আব্দুর রহিম মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ দিনাজপুর আয়োজিত মুক্তিযুদ্ধকালীন বিএলএফ-মুজিব বাহিনীর অন্যাতম প্রশিক্ষক, দিনাজপুর জেলা জাসদের প্রতিষ্ঠাতা সংগঠক, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. তৈমুর রহমানের শোক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. লিয়াকত আলী’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য জননেতা মাহমুদুল হাসান মানিক, জাসদ -রংপুর জেলার সভাপতি সাখাওয়াত হোসেন রানা, ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান বাবু, জাসদ রংপুর জেলার সাধারণ সম্পাদক বাবু অমরেশ রায়, সাবেক জাসদ নেতা অধ্যক্ষ আনোয়ারুল হক, মজিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্টি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলতাফ হুসাইন, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, জাসদ নেতা মোহাম্মদ আলী প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদুল্লাহ্। প্রধান অতিথি শিরিন আখতার এমপি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে দেশে এখনও ষড়যন্ত্র চলছে। তাদের বিষয় সচেতন থাকতে হবে আমাদের। যারা এদেশে লুটে পুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে বিলুপ্ত করতে হবে। বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ অসম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ। সবার উপর হচ্ছে মানুষের ভালবাসা। মানুষের ভালবাসার শিক্ষাই দিয়ে গেছেন এ্যাড. তৈমুর রহমান। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও অনেক মানুষকে না খেয়ে থাকতে হচ্ছে। প্রয়াত জাসদ নেতা তৈমুর রহমান বলতেন, সমাজতন্ত্র ছাড়া জীবন মান পরিবর্তন করা সম্ভব নয়। আমরা সেই সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। যারা ক্ষমতা থেকে শোষণ করছে তাদের বিরুদ্ধে জাসদের নেতাকর্মীদের রুখে দাড়াতে হবে। তাহলেই এ্যাড. তৈমুর রহমান যে স্বপ্ন একদিক দেখেছিলেন জাসদের পতাকাতলে তা পূরন হবে।

Spread the love