শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইনজীবিদের তালিকাভুক্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ বার কাউন্সিলে প্রিলিমিনারি এমসিকিউ পাশ (গঈছ) পাশ শিক্ষা নবিশ আইনজীবিদের পুর্ণাঙ্গ আইনজীবি হিসেবে তালিকা ভূক্তির দাবিতে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষা নবিস আইনজীবিরা। একই দাবিতে আজ সারাদেশ দেশজুড়েও কর্মসূচি পালন করছে তারা। দাবির বিষয়টি বিবেচনায় নিতে এর আগে গত ( ৯ জুন) জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেছিলেন তারা।

সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,আমাদের জীবন থেকে আর মুল্যবান সময় কেড়ে না নিয়ে মানবিক দৃষ্টিকোনে বিশেষ বিবেচনায় অবশিষ্ট পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হিসেবে নিবন্ধনভুক্ত করুন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষা নবিস সমন্বয় পরিষদের নেতা মঈনুল ইসলাম, ফারজানা ফারিয়া ইতু, শাহিন আক্তার, ওবায়দুল্ল্যাহ, ফারজানা রিমা এবং সনাতকতন দাসসহ অন্যান্যরা।

Spread the love