মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবীকে সাজা দেওয়া এসি ল্যান্ডকে আদালতে তলব

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে জ্যেষ্ঠ এক আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এসি ল্যান্ড বিরোদা রানী রায়কে তলব করেছেন হাইকোর্ট।

বিরোদা রানী রায় দিনাজপুরের বীরগঞ্জে এসি ল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার বিচারপতি মো. হাবিবুল গণি ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ভুক্তভোগী আইনজীবীর নাম অ্যাডভোকেট নিরোদ বিহারী রায়।

আইনজীবীর ভাষ্যমতে, ১২ ডিসেম্বর সকালে একটি নামজারির মামলায় শুনানি করতে যান। এ সময় এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে এসি ল্যান্ড ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে একদিনের কারাদণ্ড দেন।

আইনজীবী আরো বলেন, সাজা দেওয়ার সময় এসি ল্যান্ড তাঁর বক্তব্যে বলেন, ‘আমি আমার ক্ষমতা দেখালাম, পারলে আপনি আপনার ক্ষমতা দেখান।’

পরে জেলা আইনজীবী সমিতি বিষয়টি জেলা প্রশাসককে জানালে তাৎক্ষণিকভাবে এসি ল্যান্ড বিরোদা রানী রায়কে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বদলি করার আদেশ দেন।

এ বিষয়টি আজ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির ও কাজী হেলাল উদ্দিন বিষয়টি আদালতের নজরে আনলে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন হাইকোর্ট। এসিল্যান্ডকে ২৭ ডিসেম্বর ঘটনার বিষয়ে হাইকোর্টে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Spread the love