শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইনজীবী সমিতির বর্তমান পরিস্থিতি নিয়ে সভাপতি সম্পাদকের বক্তব্য

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাড. হাজী মোঃ সাইফুল ইসলাম বলেছেন সংবিধান অনুুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ১ বছর থাকবে। আইনজীবী সমিতির সাবেক কমিটির সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়াই সংবিধানের ১০৪ ধারার অপব্যাখ্যা দিয়ে অবৈধভাবে ১২ মাসের স্থানে তারা ১৭ মাস ক্ষমতায় ছিলেন কিভাবে? অথচ বর্তমান কমিটিকে তারা সংবিধান অনুযায়ী ১২ মাসের জন্য নির্বাচিত করলেও ৬ মাসে বিদায় দিতে চায়। সাবেক দুর্নীতিবাজ কমিটির নেতার নিজেদের দুর্নীতি ঢাকতে সাধারণ সভায় মারপিট করে মিটিং ভন্ডুল করার চেষ্টা করেছে। নবনির্বাচিত বিল্ডিং নির্মান ও আইনজীবী সমিতির উপার্জনের বিষয় অডিট রিপোর্টে প্রায় ১ কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া গেছে। সেই দুর্নীতি ঢাকতে তারা আইনজীবী সমিতিতে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। সাধারণ সম্পাদক হিসেবে আমি বাদী হয়ে ৪ মার্চ ও ৬ মার্চ ২টি মামলা করি এ্যাড. মোঃ একারামূল আমিন, এ্যাড. মোঃ নুরুজ্জামান জাহানী ও এ্যাড. মোঃ তৌহিদুল সরকারসহ ১২ জনকে আসামী করে। ভোটের মেয়াদ যেহেতু ১ বছর সেহেতু আমরা সংবিধান লংঘন করতে পারবো না। মেয়াদ কমানো বা বাড়ানো আমাদের এখতিয়ান নয়।
এদিকে গতকাল ৭ মার্চ দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম-১ সাক্ষরিত একটি নোটিশে সকল আইনজীবীদের জ্ঞাতার্থে জানানো হয় যে, বিচারাঙ্গণ ভীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার জন্য এবং বিচার প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য দিনাজপুর আইনজীবী ভবনে বা অঙ্গণে আইনজীবী সমিতির পূর্ব অনুমতি ব্যতিত কোন ধরনের সভা, সমাবেশ, বিক্ষোভ, মিছিল ও মানববন্ধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Spread the love