শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইন বর্হিভূত ভাবে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক নির্বাচনের অভিযোগ

মো: সিদ্দিক হোসেন: দিনাজপুরের বীরগঞ্জে আইন বর্হিভূত ভাবে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক নির্বাচিত হলেও দেড় বছর পেরিয়ে গেলেও পুনাঙ্গ কমিটি গঠন হয়নি রহস্য কোথায় ?

আওয়ামী লীগের পুনাঙ্গ কমিটি  গঠন না হওয়ার কারণে নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা যায় গত ১০ ডিসেম্বর ২০১২ইং তারিখে বীরগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগের ৩য় বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ভোট গ্রহণ ছাড়াই সমঝোতা মধ্যে দিয়ে সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায় গঠন করা হলে ও দেড় বছর পেরিয়ে গেলে বীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের পুনাঙ্গ কমিটি না হওয়ায় দলে সকল প্রকার কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। অপর একটি সূত্র থেকে জানা গেছে ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটি অনুমোদন ছাড়াই কিভাবে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় যা আওয়ামী লীগের গঠনতন্ত্র বর্হিভূত।  এ ব্যাপারে সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা সঙ্গে কমিটি বিষয়ে জানতে চাইলে তিনি এবিষয়ে অপারকতা প্রকাশ করে বলেন যে, এ বিষয়ে সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায় ভাল জানেন কোন কমিটি গঠন হচ্ছে। দলের নেতা-কর্মীরা বর্তমানে ছিন্ন মুল অবস্থার মধ্যে পড়ে রয়েছেন। আদৌ কি পুনাঙ্গ কমিটি গঠন হবে ?

Spread the love