বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী মুক্তযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ১৮ সেপ্টেম্বর বুধবার বাংলাদশে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত সংগ্রাম অর্জন গৌরব সাফল্যর অগ্রগতির এক যুগ রজত জয়ন্তী উপলক্ষে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্র্পণ। সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর প্রেসক্লাব গিয়ে সমাপ্ত হয়। ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর সিনিয়র সহ-সভাপতি রাজু কুমার দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আজিজুল হক মাষ্টার। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন রানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ শিশুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, শাহ নেওয়াজ পারভেজ, শহর কমিটির সভাপতি মোকসেদ আলী, সহ-সভাপতি শহিদুল আলম সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মোঃ ইউনুস আলী, চিরিরবন্দর উপজেলা কমিটির আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আনোয়ার হোসেন। প্রধান অতিথি স্বরূপ বকসী বাচ্চু উদ্বোধন করতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রয়োজন রয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Spread the love