শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামি ৭ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন

১৬তIndiaম লোকসভা ভোটের তফসিল ঘোষণা করেছেন ভারতের নির্বাচন কমিশন। ভোট শুরু হবে আগামি ৭ এপ্রিল।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বিজ্ঞানভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভিএস সম্পত।

এবার লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ৮১ কোটি । ৭ এপ্রিল প্রথম দফায় ভারতের দুইটি রাজ্যে ভোট গ্রহণের মাধ্যমে শুরু হবে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিকতা।

পরবর্তীতে ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং সর্বশেষ ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট নয় দফায় ভোট গ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে ১৬ মে।

প্রথম দফায় ৭ এপ্রিল ভারতের দুইটি রাজ্যের লোকসভার মোট ছয়টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, দ্বিতীয় দফায় ৯ এপ্রিল লোকসভার মোট ৭টি আসনে ভোট গ্রহণ হবে, তৃতীয় দফায় ১০ এপ্রিল ১৪টি রাজ্যের ৯২টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত, ১২ এপ্রিল চতুর্থ দফায় চারটি রাজ্যের ৩২টি আসনে ভোট গ্রহণ হবে, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ১৩টি রাজ্যের ১২২টি আসনে ভোট গ্রহণ হবে, ২৪ এপ্রিল ষষ্ঠ দফায় ১২টি রাজ্যের ১১৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সপ্তম দফায় ৩০ এপ্রিল নয়টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে ভোট গ্রহণ করা হবে।

এদিন সর্বমোট লোকসভার ৮৯টি আসনের জন্যে ভোট দেবেন ভোটাররা। অষ্টম দফায় ৭ মে সাতটি রাজ্যের ৬৪টি আসনে লোকসভা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ নবম দফায় ১২ মে তিনটি প্রদেশের ৪১ টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অতঃপর ১৬ মে ভোট গননা করা হবে।

২০০৯ সালে লোকসভা ভোট শুরু হয়েছিল ১৬ এপ্রিল। এবার তা এগিয়ে ৭ ই এপ্রিল করার ইঙ্গিত মিলেছিল আগেই। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে পয়লা জুন। ৩১ মের মধ্যে সরকার গঠন করতে হবে।
দেশজুড়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িশ্যা ও সিকিমে বিধানসভা নির্বাচন হবে। অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট হবে তেলেঙ্গানা অঞ্চলকে ধরেই।

Spread the love