শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী পৌর নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেল

এম.আর মিজান ॥ দিনাজপুর পৌরসভা প্রথম শ্রেণী ক্যাটাগরীর পৌরসভা হলেও এখানকার রাস্তাঘাট দেখলে তা বোঝার উপায় নাই। অথচ আমাদের পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা ও পৌরসভা যেভাবে উন্নত হয়েছে, সে তুলনায় আমাদের এখানে উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। আমাদের এখানে নেতারা বড় বড় বুলি ছাড়লেও প্রকৃত পক্ষে কাজের কাজ কিছুই হচ্ছে না। দিনাজপুর পৌরসভার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। সকল দল মতের উর্দ্ধে উঠে জনগণের সেবা করার ব্রত থাকলে এ অবস্থা হতো না। ৬৮ হাজার গ্রাম বাংলার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্নই ছিল জনগণের স্বার্থ সংরক্ষণ করা। সে কারনে তিনি দেশের রাস্তাঘাট তথা যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টির প্রার্থী মেয়র নির্বাচিত হলে দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। পৌর এলাকায় কোনো ভাঙ্গা রাস্তা থাকবে না। অবকাঠামোসহ পৌরসভার ও পৌর এলাকার উন্নয়ন হবে চোখে পড়ার মতো। তাই আগামী দিনের জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেলকে ভোট দিতে দিনাজপুর পৌরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

৩১ অক্টোবর শনিবার দিনাজপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আগামী পৌর নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেলকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে চুড়ান্ত করে ঘোষণা দেন। সভায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী আহমেদ শফি রুবেল সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি পৌর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা আব্দুস সামাদ চৌধুরী, মকবুল হোসেন, সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম, মীর তৌহিদুল ইসলাম স্বপন, সাইফুল্লাহ চৌধুরী, নুরে কামাল সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সুধীর চন্দ্র শীল, নিজামুল্লাহ মতি, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, মহিলা সম্পাদিকা ও পৌর কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, সহ-সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন, যুব সংহতির সাধারণ সম্পাদক নাসিম খান পিরু, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মিলন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি একেএম নওশাদ ফরহাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রায়হানুল ইসলাম, জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।

Spread the love