শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী ৩ অক্টোবর বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষা সৈনিক প্রফেসর শাহ আব্দুল হাই- এর তৃতীয় মৃত্যু বার্ষিকী

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষা সৈনিক কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর শাহ আব্দুল হাই- এর আজ তৃতীয় মৃত্যু বার্ষিকী। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গছাহার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৪ সেপ্টেম্বর ১৯৩৮ খ্রিষ্টাব্দে তিনি জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ^বিদ্যায় থেকে ১৯৬১ খ্রিষ্টাব্দে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে নীলফামারী কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০ জুলাই ১৯৬৫ খ্রিষ্টাব্দে কারমাইকেল কলেজে যোগদান করেন এবং প্রায় ৩০ বছর সফলতার সাথে শিক্ষকতা শেষে ১৪ সেপ্টেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। অতুলনীয় মেধা ও নিষ্ঠার সাথে তিনি শিক্ষকতা ও শিল্প-সাহিত্য সাধনায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। লিখেছেন অনেক কবিতা, গান ও স্মৃতিকথামূলক লেখা। বাংলাদেশ বেতারের গীতিকার ও শিল্পী হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন। বরেণ্য এই ব্যক্তি ০৩ অক্টোবর ২০১৭ খ্রিষ্টাব্দে মৃত্যু বরণ করেন। না ফেরার দেশে চলে গেলেও তাঁর জীবনধারার ব্যাপ্তি, কর্মের গতিশীলতা, জ্ঞান বিতরণের প্রবল আগ্রহ, মনের গহন আঁধার ঘোঁচাবার যে ব্যাকুল প্রয়াস তাতেই তাঁর নিত্য আসা যাওয়া।
তাঁর মৃত্যু বার্ষিকীতে রংপুর পিটিআই রোডস্থ ইয়াছিন-মুনওয়ারা জামে মস্জিদে বাদ আছর দোয়া মাহফিল ও গ্রামের বাড়িতে বাদ ফজর কোরআন খতম ও বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে শাহ আহসান হাবীব (সোহেল) সকলের কাছে দোয়া চেয়েছেন।

Spread the love