শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৪ জুন থেকে ভারতে ১৬তম লোকসভার প্রথম অধিবেশন শুরু

Indiaআগামী ৪ জুন বুধবার থেকে ভারতের নবনির্বাচিত ১৬তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে। চলবে ১১ জুন বুধবার। ভারতের নবগঠিত মন্ত্রিসভা আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, ভারতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লোকসভার প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সাংবাদিকদের বলেন, অধিবেশনের প্রথম দু’দিন নব-নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিন অর্থাৎ ৬ জুন লোকসভার নতুন স্পিকার নির্বাচন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সকল সদস্যকে তাদের প্রতিমন্ত্রীদের আস্থায় নিয়ে তাদের সঠিক কাজ দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন, হাউসের সবচেয়ে সিনিয়র সদস্য কংগ্রেস নেতা কমল নাথ সাময়িক স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির কাছে তার নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া অর্জুন চরণ শেঠি, পিএ সাংমা ও বীরেন্দ্র সিং আংতে শপথ অনুষ্ঠান পরিচালনায় কমল নাথকে সহায়তা করবেন। বিরোধী দলীয় নেতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরো সময় আছে।

Spread the love