বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগাম আলু চাষে ব্যস্ত দিনাজপুরের কৃষকরা

দিনাজপুর প্রতিনিধি : শীতের শুরুতেই আলু চাষে ব্যস্ত দিনাজপুরের কৃষকরা। লাভের আশায় আগাম জাতের সেই আলু চাষ করেন তারা। গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, দিনাজপুর জেলায় গত মৌসুমে ৪৮ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়। হিমাগারগুলোতেও প্রচুর পরিমাণ আলু মজুদ করেন, চাষী ও ব্যবসায়ীরা। কিন্তু বাজারে পর্যাপ্ত দাম না থাকায় আলু আবাদ ও মজুদ করে বড় লোকসান গুনতে হয় কৃষকদের।

আলু নিয়ে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের দুর্দিন চললেও সেই আলু আবাদ নিয়েই লাভের স্বপ্ন দেখছেন জেলার চাষীরা। আগাম জাতের আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষীরা।

কৃষকরা জানান, গতবছর লোকসান হলেও এবার ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। এজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তাদের।
 
জেলার কৃষি কর্মকর্তা জানালেন, কৃষকদের আলু চাষে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেয়া হচ্ছে।

দিনাজপুর জেলায় চলতি মৌসুমে ৪৮ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

Spread the love