শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজকের ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়রা একদিন জাতীয় ক্রিকেটার লিটন দাসের মত বড় খেলোয়াড় হতে

কাশী কুমার দাস স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, আজকের এই ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়রা একদিন জাতীয় ক্রিকেটার লিটন দাসের মত বড় খেলোয়াড় হবে। এর জন্য চাই সঠিক মনবল ও খেলার অনুশীলন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে পারলে যেমন জ্ঞানের বিকাশ ঘটতে ঠিক তেমনি শরীর ও মন থাকবে সুস্থ্য ও সবল। মাদক বর্তমানে জাতীয় সমস্যা। এই নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। এ থেকে এদের ফিরিয়ে আনতে খেলাঘুলার বিকল্প নেই। তাই আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখি করতে হবে।
মুন্সিপাড়া সমাজ উন্নয়ন ক্লাব দিনাজপুর আয়োজিত একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে দিনাজপুর শহরের ২৪টি ক্ষুদে ক্রিকেট সংগঠন এর অংশগ্রহণে টেপ টেনিস গ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮’র উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমজাদ খান টুনটুন, আলহাজ্ব সৈয়দ সায়েম আহম্মেদ মিঠু, শেখ হাসনাইন স্বপন, ইমতিয়াজ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৌশিক বকসী, বিন্তু, মোঃ আরমান, মোঃ বিকি, বিশাল, সজিব, আফ্রিদি, ইমন, আবির ও নেহাল।

Spread the love