শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ আবার বসছে সংসদের অধিবেশন

Sonsad আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ১০ম জাতীয় সংসদের মূলতবি অধিবেশন বসবে। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন সোমবারে প্রশ্নোত্তর, সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপনের বিষয়টি কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গঠিত এ সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ২৯ ডিসেম্বর। সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভাষণ দেন। বিএনপি নেতৃত্বাধীন ১৯দলীয় জোট ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে।

সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠিত হলে দুএকদিনের মধ্যে কমিটি বসে অধিবেশনের মেয়াদ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। পদাধিকার বলে স্পিকার কার্যউপদেষ্টা কমিটির সভাপতি হবেন। সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতাসহ সিনিয়র সংসদ সদস্যরা এই কমিটির সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে চলতি সংসদ কার্যকর হবে বলে সরকার ও বিরোধী দল উভয়ই আশাবাদী।

Spread the love