শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

B & Pআজ ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ সকাল ১১টায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারী প্রতিযোগী ও গাইডসহ তরুণ বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন। শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, ১০ জুন বেলা আড়াইটায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Spread the love