শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ দেখা যাবে বছরের শেষ ‍সুপারমুন

আজ দেখা যাবে বছরের শেষ সুপারমুন। মে মাসে বেশি ফুল ফুটে বলে এই সুপারমুনের নাম দেয়া হয়ছে ফ্লাওয়ার সুপারমুন। খবর সিএনএন’র।

সাধারণ সময়ের চেয়ে ৬ শতাংশ বড় আকারে দেখা যাবে আজ চাঁদকে।

এরআগে, গত ৯ মার্চ ও ৭ এপ্রিল সুপারমুন দেখা গিয়েছিল। সাধারণত বছরে ১২টি ফুলমুন দেখা গেলেও এবছর ১৩টি ফুল মুন দেখা যাবে বলেও জানা গেছে। যা অক্টোবরের ১ তারিখ ও ৩১ তারিখ দেখা যাবে। এদিকে, কিছুদিন আগেই এক উল্কাপাতের সাক্ষী থেকেছে বিশ্ব। এবার আরো একবার। চলতি সপ্তাহে এই দৃশ্য দেখা যাবে বলে জানা গিয়েছে।

Spread the love