শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বিশ্ব হার্ট দিবস

আজ বিশ্ব হার্ট দিবস । ‘বি এ হার্ট হিরো’ এই প্রতিপাদ্যে দেশেও পালিত হচ্ছে দিবসটি। রবিবার সকালে রাজধানীর কুর্মিটোলায় আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজে র‍্যালী বের করা হয়। পরে সেমিনারে যোগ দেন র‍্যালীতে অংশ নেয়া মেডিকেল শিক্ষার্থী-শিক্ষক ও সাধারণ মানুষ।

সেমিনারের সভাপতিত্ব করেন জেনারেল মো. মোস্তাফিজুর রহমান কমান্ডান্ট. আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বে এক নম্বর ঘাতক হৃদরোগ। নিয়মিত যত্নে এ থেকে মুক্তি মিলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. ফসিউর রহমান।

এছাড়াও কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ সামরিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Spread the love