শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ বেবী নাজনীনের জন্মদিন

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। রংপুরের মেয়ে বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার শুরু হয় শিশু বয়সেই।
সে সময় প্রথমে রংপুর বেতার, পরে ঢাকা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র, নজরুল, লালন, ফোক এবং আধুনিক সংগীতের বিভিন্ন শাখায় বিচরণ রয়েছে তার।
বেবী নাজনীনের গাওয়া অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে- রংধনু থেকে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারারাত, দুচোখে ঘুম আসে না, মরার কোকিলে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, লোকে বলে আমার ঘরে, ও বন্ধু তুমি কই।
এ পর্যন্ত তার প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ৫০। এর বাইরে  চার শতাধিক মিশ্র অ্যালাবামে গেয়েছেন বেবী। চলচ্চিত্রে গানের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।  এছাড়াও দেশীয় সংগীতে অবদানের জন্য দেশ-বিদেশে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন বেবী। রুপালি সৈকত পরিবারের পক্ষ থেকে বেবী নাজনীনকে জন্মদিনের শুভেচ্ছা।
Spread the love