শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ সোহরাওয়ার্দীতে ২০ দলের সমাবেশ

সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারন ক্ষমতা (অভিশংসন আইন) সংসদের হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সামবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট।

একই ইস্যুতে বুধবার সারাদেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সভা করেছে এ জোট।

বুধবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, অভিশংসন আইনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে গত ১৮অগাস্ট সংবিধান সংশোধনের প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিসভা। ৭ সেপ্টেম্বর  ‘সংবিধান  (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’  জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। কিন্তু ১৯৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।

চতুর্থ সংশোধন বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।

সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংসদে পাস হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক অপসারণের নিয়মটি বাদ পড়বে।

৫ জানুয়ারি নির্বাচন বর্জন করা দল বিএনপি সংসদে না থাকলেও অভিশংসন আইনের বিরোধিতা করে আসছে।

Spread the love