শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রাইভেট কোচিং সেন্টারের নামে চলছে রমরমা ব্যবসা

রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) থেকে ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাইভেট কোচিং সেন্টারের নামে চলছে রমরমা ব্যবসা। তাইতো উপজেলার অধিকাংশ স্কুল ও কলেজ শিক্ষকরা প্রাইভেট কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এতে প্রশাসনের ভুমিকাও নিরব দেখা যাচ্ছে। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা নানা ডিগ্রী উল্লেখ্য করে সাইনবোর্ড টাঙ্গিয়ে শিক্ষা বানিজ্য করলেও সংশ্লিষ্ট বিভাগের উর্দ্বতন কর্মকর্তারা নীরব রয়েছেন। উপজেলা সদরের বিভিন্ন স্থনে প্রাইভেটের নামে কোচিং সেন্টার রয়েছে। ওই সব প্রাইভেট ও কোচিং সেন্টারে পড়–য়া ছাএছাএীরা জানান, তাদের বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে যেভাবে পাঠদান করান তার চেয়ে অনেক বেশি মনোযোগী এবং সময় নিয়ে গণিত, ইংরেজী পদার্থ, রসায়ন ও হিসাববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ান। এতে বাধ্য হয়ে ওই সব বিষয়ে পৃথক পৃথক মাসিক ফি দিয়ে প্রাইভেট পড়তে হয়। তবে শিক্ষকরা যে ভাবে প্রাইভেটে পড়ায় সে ভাবে বিদ্যালয়ের ক্লাসে কড়ালে শিক্ষার্থীদের কোন প্রাইভেট পড়তে হবে না বলে মনে করছেন শিক্ষার্থীরা। ভালো শিক্ষককের কাছে প্রাইভেট না পরলে ভালো নম্বরও পাওয়া যায়না বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষকদের প্রাইভেটে ১৫ দিনে মাস। ব্যাজে ৮শ থেকে ১ হাজার আর বাড়িতে একা হলে ইচ্ছে মত ৪ থেকে ৫ হাজার টাকা করে নিচ্ছেন শিক্ষকরা। এসব বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছেন এলাকার সুশিল সমাজ ও অভিভাবকেরা। #

Spread the love