শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে মাশরুমের মাঠ দিবস অনুষ্ঠিত

রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) থেকে ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মাশরুম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকালে রবি মৌসুমে ১৭-১৮ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ এসএটিপি-২ এর আওতায় উপজেলার বলরামপুর ইউনিয়নে মাশরুম চাষী কুলছুম বেগম বেলি’র বাড়ি’র সামনে মাশরুম উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বলরামপুর ইউনিয়ন জাসদ সভাপতি মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে¡ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাশরুম চাষের উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন, পঞ্চগড় কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাসছুল হক। বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী উপজেলা কৃষি আফিসার শামিম ইকবাল, পঞ্চগড় কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মোঃ ফজলে আনোয়ার, সাবিনা ইয়াছমিন ও সাংবাদিক এ রায়হান চৌধূরী রকি, মোঃ ইউসুফ আলী, মোঃ জাহেরুল ইসলাম, স্থানীয় কৃষক কৃষানী সহ এলাকাকার সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মাঠ দিবস শেষে উপজেলা কৃষি অফিসার মো: শামীম ইকবাল সাংবাদিকদের জানান, আটোয়ারী উপজেলায় এবার প্রথম বারের মত মাশরুম চাষ করা হয়েছে। মাশরুম চাষে প্রথমের দিকে চাষী পেতে একটু কষ্ট হলেও এখন মাশরুম চাষীর আর অভাব নেই। #

Spread the love