শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্মরক্ষার কৌশল প্রশিক্ষনে দিনাজপুরের নারীদের ব্যাপক সাড়া

রাকিবুল ইসলাম ॥ বর্তমান সময় দেশের অধিকাংশ সেক্টরে প্রতিনিধিত্ব করছে নারীরা ।নারীর এ পথচলা আরো সহজ করতে দিনাজপুরে অনুষ্ঠিত হল আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ^াস উন্নয়ন প্রশিক্ষন কর্মশালা ।এ প্রশিক্ষনটি  তাদের জীবনের প্রয়োজনীয় অংশ হিসেবে কাজ করবে বলে মনে করেন অংশগ্রহনকারীরা ।এদিকে নারী নির্যাতনের হার অনেকটা কমে আসবে দাবী আয়োজকদের ।নারীর জীবন এখন আর চার দেয়ালে বন্দী নয়,প্রয়োজন-অপ্রয়োজনে তাদের ঘরের বাইরে যেতে হয় ।চলতে ও বেড়ে উঠতে জীবনযাত্রা যতই পরিবর্তন হয় পথচলা ততই কঠিন হয়ে পড়ে ।নারী পথচলাকে সুগম করতে দেশব্যাপী নারী কল্যানমুলক কার্যক্রমে জড়িত হয়ে পরিবর্তন আনতে চান দিনাজপুরের নারীরা ।  তাইতো দিনাজপুর শহরের সারেদেশ^রী স্কুলে আয়োজিত ৭দিনব্যাপী আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ^াস উন্নয়ন প্রশিক্ষন কর্মশালায় অংশ নিতে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  নারীদের ।প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারীদের দাবী নিজেদের মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছেন তারা  ।জীবনে চলার পথে যেকোন অপ্রিতীকর পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে যোগ্য বলেও দাবী জানান তারা ।বহ্নি শিখা সংগঠনের উদ্দেগে বলিয়ার নারীর আয়োজনে আত্মরক্ষা কৌশল , আত্মবিশ^াস উন্নয়ন ও কারাতে প্রশিক্ষন কর্মশালা চলে সপ্তাহব্যাপী। আত্মরক্ষার কৌশল প্রশিক্ষনে নারীরা হবে আত্মকেন্দ্রীক পাশাপাশি অন্যান্য নারীদের অনুপ্রেরনা জোগাবে এ প্রশিক্ষন বলে দাবী গ্রীণ ভয়েজ এর সাধারন সম্পাদক ফারহানা রহমানের। বহ্নিশিখার সদস্য হাফসা তাসনিম,  বলেন জেলা পর্যায়ে এ প্রশিক্ষনে সববয়সী নারীদের ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে ।উন্নত নারী সমাজগঠনের সহায়ক হিসেবে এসব কার্যক্রম উল্লেখযোগ্য  ভুমিকা রাখেবে বলে মনে করেন গ্রীণ ভয়েজ এর সমন্বয়ক আব্দুল মান্নান।  প্রশিক্ষনে অংশগ্রহনকারী সুমি বলেন প্রথম দিকে একটু ভয় কাজ করলেও প্রশিক্ষন শেষে কনফিডেন্স লেভেল বেড়ে গেছে ।গতকাল সারদেশ^রী ¯কুলে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহনকারী নারীদের সনদ বিতরন করা হয় । ।এসময় প্রধান অতিথি গ্রীন ভয়েস এর উপদেষ্টা ইকবাল হাবীব বলেন নারী ক্ষমতায়ন সৃষ্টি ও বিভিন্ন প্রতিকুল পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার কৌশল সম্পর্কে প্রাথমিক ধারনা ও প্রয়োগিক প্রশিক্ষন ছিল কর্মশালার মুল লক্ষ ।ধর্ষন,নির্যাতন, এবং যৌন নিপীড়ন প্রতিরোধসহ পৃথিবীতে নারী হয়ে জন্ম হওয়াটা হল সবচেয়ে বড় অপরাধ এমন ভিত্তিহীন চিন্তাচেতনার প্রতিবাদ হিসেবে এ প্রশিক্ষন ধারালো অস্ত্র হিসেবে কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।

Spread the love