শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আদিতমারীতে বিদ্যুত স্পৃষ্টে শিশু নিহত, আহত ৫

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে ইয়াসিন আলী(৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৫জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।

সোমবার(১০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু ইয়াসিন আলী ওই গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোবর্দ্ধন আমতলা গ্রামে নতুন পিলার ও বিদ্যুতের নতুন সংযোগ দিতে কাজ শুরু করে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিকরা। তাদের কাজ দেখতে ওই এলাকার নারী-পুরুষ ভিড় জমায়। ওই সময় তাদের সাথে থাকা শিশুরা  মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে খেলছিল শিশুরা। মাঠিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ চলে আসে। ওই সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে  শিশুসহ ৬জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে ইয়াসিন আলী নামের এক শিশুকে মৃত ঘোষনা করেন।

বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৫জনের অবস্থা আশংকাজনক হলে লালমনিরহাট সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। এদিকে বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের ৩ কর্মচারীকে আটক করে রাখেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াসিন আলী নামে এক শিশু মৃ্ত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে আটক ৩ বিদ্যুত কর্মীকে উদ্ধার করতে পুলিশ ঘটনা স্থলে গেছে ফিরে আসলে জানা যাবে।

Spread the love