শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আনন্দমূখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ উৎসাহ উদ্দিপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ১৫ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২০-২০২২ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডঃ আশফাক আহম্মেদ জানান, এবার ১৩টি পদে ৩৭ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন সভাপতি পদে ভবানী শংকর আগারওয়ালা ও কান্ত লাল সাহা, সহ-সভাপতি পদে মোঃ আহসান উল্লাহ মুন্না, এম.এ খালেক ও মীর মোস্তাফিজুর রহমান (দুলাল), ফিরোজ শাহ্, সাধারন সম্পাদক পদে মোঃ শাহেদ রিয়াজ, মোঃ নজরুল ইসলাম সেলু, যুগ্ম সম্পাদক পদে কাজী গোলাম রব্বানী ও মোঃ শাহজাহান সিরাজ। দপ্তর সম্পাদক পদে মোঃ জিল্লুর রহমান ও মোঃ আরিফুল আলম তুষার। যুগ্ম সম্পাদক পদে মোঃ গোলাম আজম ও মোঃ মোখলেসুর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে কাজী মামুনুর রশীদ কচি ও খন্দকার বেলাল হোসেন। কোষাধ্যক্ষ পদে সুবল ঘোষ ও মোঃ রেজাউল আলম মানিক, সড়ক সম্পাদক পদে শাহ মাসুদ কবির ও মোঃ সাদেক আলী। সহ- সড়ক সম্পাদক পদে এ.এফ.এম আশিকুর রহমান চৌধুরী ও মোঃ শরিফুল ইসলাম। অভ্যন্তরিন হিসাব নিরীক্ষক পদে অজয় কুমার আগারওয়ালা ও আবু সালেহ মোঃ ইব্রাহীম। যুগ্ম অভ্যন্তরিন হিসাব নিরীক্ষক পদে মোঃ আরাফাত হোসেন ও সুবিনয় রায়। সদস্য পদে মিজানুর রহমান মিজান, আনোয়ার পারভেজ, আহম্মদ শাহ, মোঃ মিজানুর রহমান, অভিনয় কুমার দত্ত, সঞ্জয় কুমার সাহা, মোঃ শামীম আজাদ, মৃদুল কান্তি চৌধুরী, মৃদুল কান্তি চৌধুরী, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ আব্দুস সাত্তার ও আলহাজ্ব মাওঃ আলতাফুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডঃ সুভাস চন্দ্র রায়, এ্যাডঃ ইকবাল রায়হান সোহেল ও গোলাম নবী দুলাল এবং এ্যাডঃ ছন্দা রানী দাস।

Spread the love