বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আন্তর্জাতিক খাদ্য দিবস ও গ্রো সপ্তাহ উপলক্ষে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি: গতকাল শনিবার কৃষানবাজার দিনাজপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর আয়োজিত সিএসআরএল, কর্মজীবী নারী, অক্সফ্যাম, গ্রো’র সহযোগিতায় আন্তর্জাতিক খাদ্য দিবস ও গ্রো সপ্তাহ উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে সিডিসি’র নির্বাহী পরিচালক, জন মূল্য কমিশন দিনাজপুর এর সদস্য সচিব ও সিএসআরএল এর সদস্য যাদব চন্দ্র রায় বলেন, খাদ্য অধিকার একটি মৌলিক মানবাধিকার। এটি কোন দান বা অনুগ্রহের বিষয় নয়। দেশে খাদ্য পণ্যের দাম প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় ৭৫ ভাগ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে গেছে। জলবায়ু পরিবর্তন সহ ক্রমবর্ধমান আয় বৈষম্য এবং কর্মসংস্থান সংকট বাংলাদেশের দারিদ্র পরিস্থিতিকে ভয়াবহর দিকে নিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি ও ক্রয় ক্ষমতার সম্প্রসারনের সাথে সাথে প্রতিদিনই খাদ্যের চাহিদা বাড়ছে, ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। এরকম প্রেক্ষাপটে বাংলাদেশে কৃষি পণ্যের মূল্য নির্ধারনে একটি কাঠামোগত উন্নত ব্যবস্থাপনা প্রয়োজন, যেটি একই সাথে উৎপাদক ও ভোক্তা শ্রেণীর স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। উৎপাদক, কৃষি ব্যবসায়ী ও ভোক্তা সহায়ক কৃষি বিপনন ব্যবস্থা ও কৃষি ব্যবসা ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা প্রয়োজন। কৃষি ও কৃষককে বাঁচিয়ে রাখতে অবিলম্বে জাতীয় মূল্য কমিশন গঠন করতে হবে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কর্মজীবী নারী দিনাজপুরের সাধারন সম্পাদক ও জনমূল্য কমিশনের সহ-সভাপতি নূরুন নাহার, ৩নং ফাজিলপুর ইউনিয়নের ইউপি সদস্য ও জনমুল্য কমিশন এর সহ-সভাপতি রমানাথ রায়, শেখপুরা ইউপি সদস্য আব্দুল মজিদ। মানববন্ধন কার্যক্রমের মুল ধারনাপত্র উপস্থাপন করেন সিডিসি’র মনিটরিং এসোসিয়েট সত্যেন্দ্র নাথ রায় ম্যানেজার (এসআই) সুমন ঘোষ, আরও বক্তব্য রাখেন  ম্যানেজার (প্রোগ্রাম) মো: আইয়ুব আলী, একাউন্টস অফিসার তপন কুমার রায়, সিএম অনামিকা পান্ডে ও পিও মো: আমজাদ হোসেন। মানববন্ধন কর্মসূচীতে দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

Spread the love