শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আপাতত ডেঙ্গু চিকিৎসা নিয়ে ভয় পাবার কোন কারণ নেই-স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, আবার প্রতিদিনই প্রায় সমপরিমাণ মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলেও যাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ডেঙ্গু রোগী কোনদিন বাড়ছে আবার কোন দিন  কমেও যাচ্ছে। তবে আপাতত ডেঙ্গু চিকিৎসা নিয়ে ভয় পাবার কোন কারণ নেই।

শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ডেঙ্গু রোগীদের সর্বশেষ অবস্থার খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোগীর সংখ্যা মাথায় রেখেই আমরা শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল সহ চারটি হাসপাতালে অতিরিক্ত অন্তত ২ হাজার বেড প্রস্তুত রেখেছি। পাশাপাশি স্বাস্থ্যখাতের সকল কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল, একাধিক মনিটরিং সেল করা, নতুন আইসিইউ বেড বাড়ানো হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরে বাসা বাড়ীতে জমে থাকা স্বচ্ছ পানি তিন দিনের মধ্যে পরিষ্কার না করলে এডিশ মশার সৃষ্টি হবার আশঙ্কা বেড়ে যায়। এক্ষেত্রে নিজ নিজ বাসা বাড়ী পরিচ্ছন্ন রাখতে ব্যক্তি সচেতনতা এখন খুবই জরুরি ।’

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন এসময় উপস্থিত ছিলেন।

Spread the love